• Page Views 171

আমদানি ও রাজস্ব দেওয়ার শীর্ষে আবুল খায়ের গ্রুপ

চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিবছর  ২০ হাজারের মতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পণ্য আমদানি করছে। এ সব প্রতিষ্ঠানের মধ্যে পণ্য আমদানির পরিমাণের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপ। পণ্য আমদানিতে রাজস্ব প্রদানেও শীর্ষে উঠে এসেছে এই শিল্পগ্রুপের নাম।

গত অর্থবছরে (২০১৬-১৭) বন্দর দিয়ে পণ্য আমদানির তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। সমুদ্রপথে আমদানি পণ্যের ৯৩ শতাংশ এই বন্দর দিয়ে আনা হয়। সারা দেশের ব্যবসায়ীরা সমুদ্রপথে পণ্য আমদানিতে এই বন্দরের ওপর নির্ভর করেন।

আমদানি তথ্য অনুযায়ী, বন্দর দিয়ে বছরে ৪ হাজার ৬৭১ ক্যাটাগরির পণ্য আমদানি হয়। তবে ১ হাজার টনের বেশি আমদানি হয় এমন পণ্যের সংখ্যা ৯০০টি।

চট্টগ্রাম কাস্টম হাউস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত অর্থবছরে বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের মধ্যে শুল্কায়ন করে খালাস নেওয়া হয়েছে ৬ কোটি ১ লাখ টন। পণ্য আমদানিসহ বিভিন্ন খাত থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় হয়েছে ৩৬ হাজার ৭০৯ কোটি টাকা।

বন্দর দিয়ে কনটেইনারে আমদানি হওয়া পণ্যের কিছু অংশ ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও কনটেইনার টার্মিনালে খালাস হয়। তবে তা পরিমাণে খুবই কম।

কাস্টমসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত অর্থবছরে বন্দর থেকে খালাস হওয়া আমদানি পণ্যের ৮ দশমিক ৮০ শতাংশই এনেছে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপ। এর পরিমাণ প্রায় ৫৩ লাখ টন। এই পণ্য আমদানিতে আবুল খায়ের গ্রুপ শুধু শুল্ক বাবদ সরকারি কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ৪১৪ কোটি টাকা। প্রায় ৭ হাজার ৬৫৪ কোটি টাকার পণ্য আমদানি করেছে প্রতিষ্ঠানটি।

গত অর্থবছরে বন্দরে শুল্কায়ন শেষে খালাস নেওয়া হয় ৬ কোটি ১ লাখ টন পণ্য, এতে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৩৬ হাজার ৭০৯ কোটি টাকা

গ্রুপটি ইস্পাত খাতে বড় বিনিয়োগে বিলেট তৈরির কারখানা করেছে। এই কারখানার কাঁচামাল পুরোটাই আমদানি করতে হয়। ইস্পাত ছাড়াও আমদানিনির্ভর সিমেন্ট, সিরামিক, গুঁড়া দুধ, ভোগ্যপণ্য ও তামাকজাত পণ্যের ব্যবসা রয়েছে গ্রুপটির।

বেসরকারি খাতে পণ্য আমদানিতে দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব দিয়েছে মেঘনা গ্রুপ। প্রতিষ্ঠানটি গত অর্থবছরে প্রায় ২৪ লাখ টন পণ্য আমদানি করে ৬৩৮ কোটি টাকা রাজস্ব দিয়েছে। গ্রুপটির আমদানিনির্ভর ভোজ্যতেল, চিনি, সিমেন্ট, দুগ্ধজাত পণ্যসহ বহুমুখী ব্যবসা রয়েছে।

তৃতীয় সর্বোচ্চ রাজস্ব দাতা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে চট্টগ্রামের টিকে গ্রুপের নাম। প্রতিষ্ঠানটি গত অর্থবছরে প্রায় সাড়ে ৮ লাখ টন পণ্য আমদানি করে ৬৩০ কোটি টাকা রাজস্ব দিয়েছে। টিকে গ্রুপ মূলত ভোজ্যতেল আমদানিতে নেতৃত্ব দিয়ে আসছে। গ্রুপটি আমদানিনির্ভর ইস্পাত পণ্য তৈরিসহ বিভিন্ন শিল্পকারখানা রয়েছে।

চতুর্থ রাজস্ব প্রদানকারীর তালিকায় আছে উত্তরা গ্রুপের নাম। এই গ্রুপের দুটি প্রতিষ্ঠান গত অর্থবছরে কাস্টম হাউসে রাজস্ব দিয়েছে ৫৯৪ কোটি টাকা। এরপরই আছে চট্টগ্রামের এস আলম গ্রুপের নাম। প্রতিষ্ঠানটি ৫৪৫ কোটি টাকার রাজস্ব দিয়েছে গত অর্থবছরে। আমদানিনির্ভর ভোজ্যতেল, চিনি, ঢেউটিন, সিমেন্ট খাতের কাঁচামাল আমদানিতে এই রাজস্ব দিয়েছে।

এ ছাড়া রাজস্ব প্রদানে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিটি গ্রুপ, আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড, বিএসআরএম গ্রুপ, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড, মেনোকা মোটরস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নাম রয়েছে।

সরকারি খাতে রাজস্ব প্রদানে এগিয়ে আছে জ্বালানি তেল কোম্পানিগুলো। এককভাবে মেঘনা পেট্রোলিয়াম রাজস্ব দিয়েছে ১ হাজার ৪১০ কোটি টাকা। এ ছাড়া পদ্মা অয়েল কোম্পানি ১ হাজার ৩১৬ কোটি টাকা, যমুনা অয়েল কোম্পানি ১ হাজার ২৩২ কোটি টাকা এবং ইস্টার্ন রিফাইনারি ৮৬৫ কোটি টাকা রাজস্ব দিয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি প্রতিষ্ঠান পণ্য আমদানিতে রাজস্ব দিয়েছে ৫ হাজার ৭৬৫ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমের যুগ্ম কমিশনার মো. রইচ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, আমদানি পর্যায়ে শুল্ক-কর বাবদ এই রাজস্ব দিয়েছে প্রতিষ্ঠানগুলো। বছরে কম-বেশি ২০ হাজার প্রতিষ্ঠান পণ্য আমদানি করে।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, এই রাজস্ব শুধু পণ্য আমদানিতে শুল্ক-করবাবদ দেওয়া হয়েছে। গ্রুপটির শিল্পকারখানার পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল, ভোজ্যতেলসহ ভোগ্যপণ্য এই বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে বলে তিনি জানান।

Source:Prothom Alo

Share

এক কোম্পানির আইপিও অনুমোদন, তিনটির বিরুদ্ধে ব্যবস্থা

Next Story »

চলতি অর্থবছরে ৩৭.৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় নির্ধারণ

Leave a comment

LifeStyle

 • সকালে রসুন খাওয়ার উপকারিতা

  6 days ago

  রসুনের প্রাকৃতিক গুণের কথা কমবেশি আমাদের সবারই জানা। তবে অনেকেই এটি খেতে পারেন না বা খেতে অস্বস্তি অনুভব করেন। বলা হয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠেই খালি ...

  Read More
 • একটানা বসে কাজ করলে বেড়ে যায় ৯ ধরনের ক্যান্সারের সম্ভাবনা

  6 days ago

  একটানা বসে কাজ করার ফল কতটা মারাত্মক হতে পারে তানিয়ে বহুবার সতর্ক করা হয়েছে বিভিন্ন গবেষণায়। এবার আরও চমকে দেওয়ার মতো তথ্য দিলেন মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ...

  Read More
 • অকালে চুল পড়ে যাওয়া প্রতিরোধ করবেন যেভাবে

  7 days ago

  চুল পড়ে যাওয়া একটা বড় সমস্যা। প্রায় সব বয়সের মানুষের মধ্যেই এই সমস্যা দেখা যায়। বিশেষ করে বেশি চিন্তায় পড়েছেন বয়স কম যাদের তারা। কিন্তু এত কম ...

  Read More
 • লেবুর খোসাতেও রয়েছে অনেক গুণ!

  7 days ago

  লেবু খেয়ে আমরা সবাই লেবুর খোসাকে ফেলে দেই। তবে জানেন কি? লেবুর সাথে সাথে লেবুর খোসারও রয়েছে অনেক উপকার। প্রতিদিন নানা কাজে লেবুর খোসা ব্যবহার হয়। লেবুর ...

  Read More
 • নিয়মিত ঠান্ডা পানি পানে কমতে পারে গর্ভধারণের ক্ষমতা

  7 days ago

  অতিরিক্ত ঠান্ডা পানীয় পান করলে  বিভিন্ন ভাবেই সেটি শরীরের ক্ষতি করে। ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, নারীদের ক্ষেত্রে সময়ের নির্দিষ্ট বয়সের আগেই ঋতুস্রাব শুরু হওয়া থেকে শুরু করে বিভিন্ন ...

  Read More
 • পুষ্টিগুণে ভরপুর পেয়ারা

  1 week ago

  পেয়ারা শুধু একটি সুস্বাদু ফলই নয়, পুষ্টিগুণেও ভরপুর এটি। পেয়ারায় আঁশ, পানি, কার্বহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খাদ্য পুষ্টি উপাদান রয়েছে। ...

  Read More
 • অতিরিক্ত মেদ কুপোকাত হবে জিরার জাদুতে!

  2 weeks ago

  শুধু যে রান্নায় সুগন্ধের জন্য জিরা ব্যবহার হয়, তা কিন্তু নয়। স্বাস্থ্যের কথা ভেবেও আমরা রান্নায় জিরা দিই। স্পাইসি এই মশলা যে আপনার শরীর থেকে বাড়তি মেদ ...

  Read More
 • সকালে খালি পেটে পানি পানের ৭ উপকারিতা

  2 weeks ago

  সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা অনেকেই জানি। কিন্তু এটা ঠিক কী কী উপকারে আসে কিংবা তার সুফল কেমন ...

  Read More
 • যারা একা থাকেন, তারা সুখে-শান্তিতে থাকেন : গবেষণা

  2 weeks ago

  ফাল্গুনের আগমনে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে প্রেমের গন্ধ। তার ওপর আবার ভ্যালেনটাইনস ডে। তাই যাদের জীবনে প্রেমিক-প্রেমিকা রয়েছে তাদের কাছে এই দিনটি উপভোগ্য হলেও, যারা এখনও সিঙ্গেল, ...

  Read More
 • যৌন জীবনে বিরূপ প্রভাব ফেলছে পেইন কিলার!

  2 weeks ago

  আপনার ব্যাথা হলেই পেইন কিলার খান। এই খাওয়া যদি অতিরিক্ত মাত্রায় হয় তা হলে এখন থেকেই সাবধান হন। বিশেষ করে পুরুষদের জন্য রয়েছে বিশেষ সাবধান বার্তা। একদল ...

  Read More
 • Read

  More