• Page Views 231

আমদানি ও রাজস্ব দেওয়ার শীর্ষে আবুল খায়ের গ্রুপ

চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিবছর  ২০ হাজারের মতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পণ্য আমদানি করছে। এ সব প্রতিষ্ঠানের মধ্যে পণ্য আমদানির পরিমাণের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপ। পণ্য আমদানিতে রাজস্ব প্রদানেও শীর্ষে উঠে এসেছে এই শিল্পগ্রুপের নাম।

গত অর্থবছরে (২০১৬-১৭) বন্দর দিয়ে পণ্য আমদানির তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। সমুদ্রপথে আমদানি পণ্যের ৯৩ শতাংশ এই বন্দর দিয়ে আনা হয়। সারা দেশের ব্যবসায়ীরা সমুদ্রপথে পণ্য আমদানিতে এই বন্দরের ওপর নির্ভর করেন।

আমদানি তথ্য অনুযায়ী, বন্দর দিয়ে বছরে ৪ হাজার ৬৭১ ক্যাটাগরির পণ্য আমদানি হয়। তবে ১ হাজার টনের বেশি আমদানি হয় এমন পণ্যের সংখ্যা ৯০০টি।

চট্টগ্রাম কাস্টম হাউস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত অর্থবছরে বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের মধ্যে শুল্কায়ন করে খালাস নেওয়া হয়েছে ৬ কোটি ১ লাখ টন। পণ্য আমদানিসহ বিভিন্ন খাত থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় হয়েছে ৩৬ হাজার ৭০৯ কোটি টাকা।

বন্দর দিয়ে কনটেইনারে আমদানি হওয়া পণ্যের কিছু অংশ ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও কনটেইনার টার্মিনালে খালাস হয়। তবে তা পরিমাণে খুবই কম।

কাস্টমসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত অর্থবছরে বন্দর থেকে খালাস হওয়া আমদানি পণ্যের ৮ দশমিক ৮০ শতাংশই এনেছে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপ। এর পরিমাণ প্রায় ৫৩ লাখ টন। এই পণ্য আমদানিতে আবুল খায়ের গ্রুপ শুধু শুল্ক বাবদ সরকারি কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ৪১৪ কোটি টাকা। প্রায় ৭ হাজার ৬৫৪ কোটি টাকার পণ্য আমদানি করেছে প্রতিষ্ঠানটি।

গত অর্থবছরে বন্দরে শুল্কায়ন শেষে খালাস নেওয়া হয় ৬ কোটি ১ লাখ টন পণ্য, এতে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৩৬ হাজার ৭০৯ কোটি টাকা

গ্রুপটি ইস্পাত খাতে বড় বিনিয়োগে বিলেট তৈরির কারখানা করেছে। এই কারখানার কাঁচামাল পুরোটাই আমদানি করতে হয়। ইস্পাত ছাড়াও আমদানিনির্ভর সিমেন্ট, সিরামিক, গুঁড়া দুধ, ভোগ্যপণ্য ও তামাকজাত পণ্যের ব্যবসা রয়েছে গ্রুপটির।

বেসরকারি খাতে পণ্য আমদানিতে দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব দিয়েছে মেঘনা গ্রুপ। প্রতিষ্ঠানটি গত অর্থবছরে প্রায় ২৪ লাখ টন পণ্য আমদানি করে ৬৩৮ কোটি টাকা রাজস্ব দিয়েছে। গ্রুপটির আমদানিনির্ভর ভোজ্যতেল, চিনি, সিমেন্ট, দুগ্ধজাত পণ্যসহ বহুমুখী ব্যবসা রয়েছে।

তৃতীয় সর্বোচ্চ রাজস্ব দাতা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে চট্টগ্রামের টিকে গ্রুপের নাম। প্রতিষ্ঠানটি গত অর্থবছরে প্রায় সাড়ে ৮ লাখ টন পণ্য আমদানি করে ৬৩০ কোটি টাকা রাজস্ব দিয়েছে। টিকে গ্রুপ মূলত ভোজ্যতেল আমদানিতে নেতৃত্ব দিয়ে আসছে। গ্রুপটি আমদানিনির্ভর ইস্পাত পণ্য তৈরিসহ বিভিন্ন শিল্পকারখানা রয়েছে।

চতুর্থ রাজস্ব প্রদানকারীর তালিকায় আছে উত্তরা গ্রুপের নাম। এই গ্রুপের দুটি প্রতিষ্ঠান গত অর্থবছরে কাস্টম হাউসে রাজস্ব দিয়েছে ৫৯৪ কোটি টাকা। এরপরই আছে চট্টগ্রামের এস আলম গ্রুপের নাম। প্রতিষ্ঠানটি ৫৪৫ কোটি টাকার রাজস্ব দিয়েছে গত অর্থবছরে। আমদানিনির্ভর ভোজ্যতেল, চিনি, ঢেউটিন, সিমেন্ট খাতের কাঁচামাল আমদানিতে এই রাজস্ব দিয়েছে।

এ ছাড়া রাজস্ব প্রদানে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিটি গ্রুপ, আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড, বিএসআরএম গ্রুপ, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড, মেনোকা মোটরস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নাম রয়েছে।

সরকারি খাতে রাজস্ব প্রদানে এগিয়ে আছে জ্বালানি তেল কোম্পানিগুলো। এককভাবে মেঘনা পেট্রোলিয়াম রাজস্ব দিয়েছে ১ হাজার ৪১০ কোটি টাকা। এ ছাড়া পদ্মা অয়েল কোম্পানি ১ হাজার ৩১৬ কোটি টাকা, যমুনা অয়েল কোম্পানি ১ হাজার ২৩২ কোটি টাকা এবং ইস্টার্ন রিফাইনারি ৮৬৫ কোটি টাকা রাজস্ব দিয়েছে। সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি প্রতিষ্ঠান পণ্য আমদানিতে রাজস্ব দিয়েছে ৫ হাজার ৭৬৫ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমের যুগ্ম কমিশনার মো. রইচ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, আমদানি পর্যায়ে শুল্ক-কর বাবদ এই রাজস্ব দিয়েছে প্রতিষ্ঠানগুলো। বছরে কম-বেশি ২০ হাজার প্রতিষ্ঠান পণ্য আমদানি করে।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, এই রাজস্ব শুধু পণ্য আমদানিতে শুল্ক-করবাবদ দেওয়া হয়েছে। গ্রুপটির শিল্পকারখানার পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল, ভোজ্যতেলসহ ভোগ্যপণ্য এই বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে বলে তিনি জানান।

Source:Prothom Alo

Share

এক কোম্পানির আইপিও অনুমোদন, তিনটির বিরুদ্ধে ব্যবস্থা

Next Story »

চলতি অর্থবছরে ৩৭.৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় নির্ধারণ

Leave a comment

LifeStyle

 • ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচামরিচ!

  2 months ago

  রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান হলো কাঁচামরিচ। রান্নায় বা সালাদে তো বটেই, কেউ কেউ ভাতের সঙ্গে আস্ত কাঁচামরিচ খেতেও পছন্দ করেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে ...

  Read More
 • নিম পাতার গুণাগুণ

  2 months ago

  নিমগাছের পাতা, তেল ও কাণ্ডসহ নানা অংশ চিকিৎসা কাজে ব্যবহৃত হয়ে আসছে। নানা রোগের উপশমের অদ্ভুত ক্ষমতা রয়েছে এ গাছের। এ লেখায় থাকছে তেমনই কিছু ব্যবহার। ম্যালেরিয়া ...

  Read More
 • ডায়েটের কিছু ভুল

  2 months ago

  আজকাল মোটা হওয়া যেন কারোই পছন্দ না। কিন্তু ডায়েট করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না অনেকেই। কারণ, ডায়েটের সময় আমরা এমন কিছু ভুল করি যেগুলোর জন্য মেদ কমাতো ...

  Read More
 • পুষ্টিগুণে ভরপুর আনারসের জুস

  2 months ago

  আনারস শুধু সুস্বাদের জন্যই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী। রসালো এ ফল জুস তৈরি করেও খাওয়া যায়। সারাদিন রোজা রেখে সুস্থ থাকতে অসংখ্য পুষ্টিগুণে ভরপুর আনারসের জুস যেমন ...

  Read More
 • অ্যাসিডিটিতে এখন যেমন খাবার…

  2 months ago

  রোজার মাসে সবাই যেন খাবারের প্রতিযোগিতায় নেমে পড়ে। সারা দিন না খাওয়ার অভাবটুকু ইফতারে পুষিয়ে নেওয়ার জন্য কি এই প্রতিযোগিতা? কে কত খেতে বা রান্না করতে পারে। ...

  Read More
 • ইফতারে স্বাস্থ্যকর ফল পেয়ারা

  2 months ago

  প্রতিদিনের ইফতারে ভাজাপোড়া কম খেয়ে বিভিন্ন ফল খাওয়া উত্তম বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাই আপনার ইফতারে থাকতে পারে অতি পরিচিত এই ফলটি। প্রতিদিন মাত্র ১টি পেয়ারা আপনার ...

  Read More
 • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর শরবত

  2 months ago

  গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত, ঠিক তখনই ইফতারে এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুরিয়ে যায়। শুধু শরবত হিসেবেই নয়, ওজন কমাতেও অনেকেই লেবুর শরবত খান। কিন্তু ...

  Read More
 • অ্যালার্জি ও সর্দি হয় যে কারণে

  2 months ago

  সাধারণত যারা বেশি পরিমাণে ঘরের বাইরে থাকেন তাদের মধ্যে সর্দি বা এলার্জির পরিমাণ বেশি লক্ষ্য করা যায়। তবে ঘরের ভেতরে অনেক বস্তু রয়েছে যেগুলো কারো মধ্যে এলার্জি ...

  Read More
 • প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে কি উপকার হয়?

  2 months ago

  ‘যত কাঁদবেন, তত হাসবেন’- পেঁয়াজের ক্ষেত্রে এই কথাটা দারুণভাবে কার্যকরী। কারণ এই সবজি কাটতে গিয়ে চোখ ফুলিয়ে কাঁদতে হয় ঠিকই। কিন্তু এই প্রাকৃতিক উপাদানটি শরীরেরও কম উপকার ...

  Read More
 • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ

  2 months ago

  রান্নাে মশলা হিসেবে অতি পরিচিত হলুদ। ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ক্যালসিয়াম, কপার, আয়রনের পাশাপাশি এতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেণ্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিকারসিনোজেনিক, অ্যান্টি ইনফ্লামেটরি ...

  Read More
 • Read

  More