বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :

র‍্যাঙ্কিংয়ে এগোলেন তাইজুল, পেছালেন মুশফিক-শান্ত

Reporter Name

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও বল হাতে ভালো করেন তাইজুল ইসলাম। সেটির প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়েও। আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। ব্যাটসম্যানদের তালিকায় পিছিয়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। তাইজুল আছেন ১৬ নম্বরে। ক্যারিয়ার সেরা অবস্থান থেকে এক ধাপ নিচে আছেন ৩৩ বছর বয়সী স্পিনার। ২০২৩ সালে ১৫ নম্বরে উঠেছিলেন তিনি।

কলম্বো টেস্টে একমাত্র ইনিংসে ১৩১ রানে ৫ উইকেট নেন তাইজুল। তার ৫৫ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে পাঁচ উইকেটের ১৭তম ঘটনা এটি।

ইনিংস ও ৭৮ রানে হারা ওই টেস্টে দুই ইনিংসে মুশফিক করেন ৩৫ ও ২৬, শান্ত ৮ ও ১৯। গল টেস্টে জোড়া সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগোলেও, এবার পাঁচ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে আছেন শান্ত। এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে মুশফিক।

কলম্বো টেস্ট শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত।

ওই ম্যাচে ১৫৮ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। ১৪ ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৯৩ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন আরেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ও বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রতিফলনও পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ক্যারিবিয়ানদের বিপক্ষে দলের ১৫৯ রানে জেতা টেস্টে ৫৯ ও ৬১ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয়ের ম্যাচে সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভিয়ান মুল্ডার (১৬ ধাপ এগিয়ে ৫৬তম) ও কর্বিন বশ (১৫ ধাপ এগিয়ে ৫৯তম)। ওই ম্যাচ দিয়ে অভিষিক্ত লুয়ান-ড্রে প্রিটোরিয়াস দেড়শ ছাড়ানো ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে ঢুকেছেন ৬৮তম স্থানে থেকে।

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলতে না পারা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা এক ধাপ পিছিয়ে সাতে নেমে যাওয়ায়, এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন রিশাভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে জোড়া সেঞ্চুরি করে সাতে উঠেছিলেন ভারতের এই কিপার-ব্যাটসম্যান।

শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন জো রুট, দুইয়ে হ্যারি ব্রুক। পরের তিনটি স্থানে যথাক্রমে কেন উইলিয়ামসন, ইয়াশাসভি জয়সওয়াল ও স্টিভেন স্মিথ।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো প্রথম তিনটি স্থানে আছেন জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।

এক ধাপ এগিয়ে চারে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হেইজেলউড। বারবাডোজ টেস্টে দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ ম্যাচে ৭ উইকেট নেন তিনি।

ওই ম্যাচে ৯ উইকেট নেওয়া ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ ১৪ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে আছেন ইংল্যান্ডের জ্যাক লিচের সঙ্গে।

বশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বোলারদের র‍্যাঙ্কিংয়েও, ৪৫ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন। বুলাওয়ায়োতে সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেটের ডাবলের স্বাদ পান ৩০ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বশ এগিয়েছেন ৪২ ধাপ। স্রেফ দুই টেস্ট খেলেই এখানে ১৯ নম্বরে আছেন তিনি।

এই তালিকায় যথারীতি রাভিন্দ্রা জাদেজা শীর্ষে আছেন। দুইয়ে আছেন মেহেদী হাসান মিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ পছন্দ করুন