সবজিসহ কাঁচামাল সংরক্ষণে সারাদেশে ছোট বড় মিলে একশ হিমাগার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। রাজধানীর ফার্মগেইট এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, “সরকার প্রায় একশত কোল্ড স্টোরেজ তৈরির কাজ করছে। যেখানে সবজিসহ কাঁচামাল সংরক্ষণের সুযোগ পাবেন সাধারণ কৃষকরা। বৃষ্টির পানি ধরে রাখার পাশাপাশি খাল খননসহ বিভিন্ন কৃষি খাতে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা উপকৃত হবেন।”