বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ :

অস্ত্রের চালান বন্ধে ‘রাশিয়া উৎসাহিত হতে পারে’: যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইউক্রেইন

Reporter Name

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ইউক্রেইনে কিছু ক্ষেপণাস্ত্রের চালান স্থগিত করার পর কিইভ সতর্ক করে দিয়ে বলেছে, এতে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত অনেকটাই কমে যাওয়ায় ক্ষেপণাস্ত্রে চালান স্থগিতের ওই পদক্ষেপ নিয়েছে পেণ্টাগন।

দুই মার্কিন কর্মকর্তা জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিইভকে এসব অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সম্প্রতি সেগুলোর চালান ধীরগতিতে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরই ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইউক্রেইনের প্রতিরক্ষা সক্ষমতায় সহায়তা দিতে কোনও দেরি হলে তা আগ্রাসনকারীকে শান্তি অন্বেষণের পরিবর্তে কেবল যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতেই উৎসাহিত করবে।”

রাশিয়ার ক্রমাগত হামলার মুখে বিশেষ করে কিইভের আকাশ প্রতিরক্ষা শক্তিশারী করার ওপর জোর দেওয়া হয়েছে বিবৃতিতে।

ওদিকে, ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “আগ্রাসনকারীর ওপর অবিরাম ও যৌথ চাপ সৃষ্টি করে যাওয়াই যুদ্ধ অবসানের পথ।”

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেইনের শহরগুলোতে আকাশ হামলার তীব্রতা বাড়িয়েছে। বেশ কয়েকবার রাতে একই সময়ে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র যোগে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর তিনি রাশিয়ার প্রতি নমনীয় অবস্থান নিয়েছেন। ইউক্রইন যুদ্ধের কূটনৈতিক সমাধানে খোঁজার চেষ্টা করেছেন ট্রাম্প। আর কিইভের যুদ্ধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক সমর্থনের বিষয়টিতেও তিনি সন্দেহ বাড়িয়ে তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ পছন্দ করুন