শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

নিবন্ধন প্রত্যাশী নতুন দলের চাপে ইসির গেটে কড়াকড়ি

সৌজন্যেঃ আজকের পত্রিকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যর্থ দলগুলো নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছে। সেই চাপ সামলাতে আজ মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নির্বাচন ভবনের মূল ফটকে সেনা সদস্য ও পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইসি সচিব শফিউল আজিম অফিসে আসেননি। তাই নিবন্ধন প্রত্যাশী দলগুলোর প্রতিনিধিরা অপেক্ষা করছেন।

জানা যায়, এখন পর্যন্ত রেজা কিবরিয়া অংশের গণ অধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগের প্রতিনিধিরা ইসিতে এসেছেন।

সম্প্রতি আদালতের আদেশে এবি পার্টি নিবন্ধন পেয়েছে। এ ছাড়া আবেদন পুনরায় বিবেচনা করে নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদকে (জিওপি) গতকাল সোমবার নিবন্ধন দেয় কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে উদ্যোক্তা জন সাখাওয়াত চৌধুরী'র NK-Venture-Capital