মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার বিপক্ষে বাংলাদেশ ব্যাংক গভর্নর

সৌজন্যেঃ আজকের পত্রিকা
গভর্নর ড. আহসান এইচ মনসুর

বৈধ বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে ৫ বছর ধরে প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার। এ প্রণোদনা না দিতে সরকারকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এটার তেমন একটা সুবিধা মিলছে না। এই ভর্তুকি আড়াই শতাংশ থেকে নামিয়ে ২ শতাংশের নিচে আনতে হবে। আর প্রবাসী আয়ে ভর্তুকি ক্রমেই কমানোর পর একটা পর্যায়ে একেবারে বাদ দিতে হবে। যেহেতু সরকার এটা দেয়, সেজন্য সরকারকে ভর্তুকি না দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, খোলাবাজারে ডলার লেনদেনে বিদ্যমান সমস্যা দ্রুত দূর করা হবে। এজন্য ব্যবসায়ীদের একটু ধৈর্য ধারণ করা দরকার। যাঁরা অবৈধভাবে ব্যবসা করেন তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলে বাংলাদেশ ব্যাংক তা কঠোর হাতে দমন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে উদ্যোক্তা জন সাখাওয়াত চৌধুরী'র NK-Venture-Capital