রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ

সৌজন্যেঃ আজকের পত্রিকা
সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ

রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

ব্যাংকিং খাতে অভিজ্ঞ এই কর্মকর্তা একসময় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া তিনি সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ ঢাকা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে উদ্যোক্তা জন সাখাওয়াত চৌধুরী'র NK-Venture-Capital