মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

সরকার যদি বেশি সময় নেয়, তাদের সরকার পরিচালনা সম্ভব হবে না: অলি আহমদ

সৌজন্যেঃ প্রথম আলো
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম/ফাইল ছবি

জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রূপরেখা ঘোষণার তাগিদ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, ‘উনারা (অন্তর্বর্তীকালীন সরকারকে) যদি বেশি সময় নেয়, উনাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না।’

আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে এসে এসব কথা বলেন কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘আমরা বলেছি, একটা নির্দিষ্ট সময় যদি ঘোষণা করে দেন, তাহলে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনাদের বিরক্ত করবে না।’

পর্যায়ক্রমে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করারও পরামর্শ দিয়েছে এলডিপি। দলটির সভাপতি অলি আহমদ বলেন, রাজনৈতিক দলকে ব্যস্ত রাখতে একমাত্র উপায় নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দেওয়া। এটা ৬ মাস পর হতে পারে, ৯ মাস পরও হতে পারে। নির্বাচন তো হতে হবে। তবে সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন বাঞ্ছনীয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

অলি আহমদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলেছি, আপনি এখনো বিপদমুক্ত নন। যাঁরা ষড়যন্ত্রকারী, তাঁরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাঁরা হাসিনার পদলোহী, তাঁরা এখনো চাকরিচ্যুত হননি। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়নি। একজন লোককে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না। যাঁরা প্রকৃতপক্ষে দোষী, দেশের শত্রু, জনগণের শত্রু, তাঁদের জেলে নিক্ষেপ করতে হবে। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহলেই এ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবেন।’

এলডিপির পক্ষ থেকে মোট ৮৩টি সুপারিশ করা হয়েছে জানিয়ে অলি আহমদ বলেন, ‘এসব সুপারিশ দলীয় কোনো উপকার বা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নয়। আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্যও নয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য পরিচ্ছন্ন বাংলাদেশ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশকে চাঁদবাজমুক্ত করতে পারিনি। এখনো আদালতে ন্যায়বিচার হচ্ছে না। সাধারণ মানুষ যত দিন পর্যন্ত ন্যায়বিচার না পাবেন, তত দিন পর্যন্ত এই স্বাধীনতার মূল্য নেই। সেই বিবেচনা রেখেই ৮৩টি প্রস্তাব দিয়েছি।’

প্রধান উপদেষ্টা রাজনীবিদদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন অলি আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে উদ্যোক্তা জন সাখাওয়াত চৌধুরী'র NK-Venture-Capital