রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

সাকিবকে হয়রানি না করার অনুরোধ আমিনুলের

সৌজন্যেঃ কালবেলা
আমিনুল ইসলাম (বামে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল দল অধিনায়ক এবং বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুল হক সাকিব আল হাসানকে কোনো ধরনের হয়রানির শিকার না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমি যে নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছি, সেটি যেন আর কেউ না হয়। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে সেই মামলাকে ভিত্তি করে তাকে যেন হয়রানি করা না হয়।’

সাকিবের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে একটি হত্যার অভিযোগের প্রেক্ষিতে, যেখানে আদাবরে পোশাক কর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে সাকিবসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এরপর আইনজীবী থেকে সাকিবকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয় এবং বিসিবিকে তাকে দেশে ফিরিয়ে আনার নোটিশও দেওয়া হয়।

তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন। বিসিবি তাকে আইনি সহায়তাও দিতে প্রস্তুত।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক এই মামলাকে সাকিবের প্রতি একটি হয়রানি দাবি করে নিন্দা জানিয়েছেন। আইন ও বিচার বিভাগের অন্তর্বর্তী উপদেষ্টা আসিফ নজরুলও আশ্বস্ত করেছেন, সাকিবকে গ্রেপ্তার করা হবে না।

সাকিব বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে অংশ নিচ্ছেন। প্রথম টেস্টে বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ১৫ রান করেছেন তিনি। সাকিবের রাজনীতিতে জড়ানো নিয়ে আমিনুল হক মন্তব্য করেন যে, সাকিব একদলীয় নির্বাচনে অংশগ্রহণ করে ভুল করেছেন। তিনি মনে করেন, সাকিব ইচ্ছা করলেই নির্বাচনটি এড়াতে পারতেন।

আমিনুল হক নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘খেলা থেকে অবসর নিয়ে আমি রাজনীতি করেছি, যেখানে সাকিব ও মাশরাফি জাতীয় দলের খেলা অবস্থাতেই নির্বাচনে অংশ নিয়েছেন।’

তবে তিনি আশা করেন সাকিব যেন তার মতো নির্যাতন বা হয়রানির শিকার না হন।

সাবেক ফুটবল অধিনায়ক আরও বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে কেউ হয়রানির শিকার হবে না। সাকিবের ব্যাপারেও আমার একই চাওয়া, সে যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, কিন্তু কোনো ধরনের অন্যায়ের শিকার যেন সে না হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে উদ্যোক্তা জন সাখাওয়াত চৌধুরী'র NK-Venture-Capital